Header Ads

মুখ্যমন্ত্রী না দেখলে অনশন-মঞ্চেই মরবো! ভাইবোনেরা মরতে বসেছে! তবু চুপ কেন 'জনদরদী দিদি'?

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগপত্রের দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনে বসেছেন মালদা জেলার প্রাথমিকে শিক্ষক পদপ্রার্থীরা। দীর্ঘ ৯ বছর অপেক্ষার পরেও মেলেনি চাকরি। একাধিক আন্দোলন-বিক্ষোভ-আদালতে মামলা কোনোকিছুতেই লাভ হয়নি। আদালত নিয়োগের নির্দেশ দিলেও তাতে কর্ণপাত করেনি পর্ষদ। ফলে হতাশা ছাড়া কিছুই জোটেনি চাকরি প্রার্থীদের ভাগ্যে। তাই আমরণ অনশনের মাধ্যমে 'হয় মৃত্যু, নাহয় চাকরি'র দাবিতে মরিয়া হয়েছেন মালদার চাকরি প্রার্থীরা।
গতকাল অনশন মঞ্চে উপস্থিত হয়েছিলেন বাম বিধায়ক খগেন মুর্মু সহ একদল বাম প্রতিনিধি। অনশন কারীদের পাশে দাঁড়িয়ে সর্বতোভাবে তাদের সমর্থন করার কথা জানিয়েছেন তাঁরা। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়া চাকরি প্রার্থীদের সাথে দেখা করতে মালদা সদর হাসপাতালেও যান তাঁরা।

অনশনকারী চাকরি প্রার্থীদের হয়ে সুবিচারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কংগ্রেসের সাংসদ মৌসম বেনজির নূর। রাজ্যে টেট দুর্নীতির প্রতিবাদ জানিয়ে আগামী সোমবার থেকে গোটা রাজ্য জুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

রাজ্যের প্রায় সমস্ত রাজনৈতিক দল গুলিই যখন অনশনকারী চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন তখন গোটা বিষয়টি থেকে নিজেদের দূরত্ব বজায় রেখে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত ওই সমস্ত চাকরি প্রার্থীদের কোনোরকম আশ্বাস পর্যন্ত দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। আজ মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনশনকারী হবু শিক্ষকরা তাদের দুর্দশার কথা মুখ্যমন্ত্রীকে জানাতে চাইলেও তাদের সেই ব্যাপারে কোনোরকম সাহায্য করছেনা প্রশাসন, অভিযোগ চাকরি প্রার্থীদের। তারা ডিএম-এর অফিসে গেলেও দেখা পাননি ডিএম-এর। অ্যাডিশনাল ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মন্তব্য, "ওরা আন্দোলন করছে, করুক। ওদের সাথে কোনো কথা বলবো না"। তীব্র বঞ্চনার শিকার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অকুল সমুদ্রে। "সরকার যদি এভাবেই মুখ ফিরিয়ে নেয় আমাদের থেকে তাহলে এই অনশন মঞ্চেই মরবো আমরা", বললেন কান্নায় ভেঙে পড়া এক হবু শিক্ষক। এরপরেও কি চুপ করে থাকবেন মুখ্যমন্ত্রী? কোনোরকম ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন না চাকরি প্রার্থী শিক্ষকদের জন্য? তিনি তো জনদরদী 'দিদি'। তাঁর ভাইবোনেরা যখন মরতে বসেছে তখনও কেন চুপ? উত্তর চাইছেন রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.