Header Ads

চাকরির দাবিতে আন্দোলনে নেমে অসুস্থ ৪ শিক্ষক! হাসপাতালে নিয়ে গেল পুলিশ।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের শিক্ষক নিয়োগ সহ কম্পিউটার টিচারদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। জানা গেছে, চাকরি হারাতে চলেছে এই রাজ্যের প্রায় কয়েক হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক। চুক্তি অনুযায়ী, তাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ২৮ তারিখ।
ইতিমধ্যেই অনেক চাকরি প্রার্থীর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে চাকরি থেকে সরে যাওয়ার নোটিশ। এরই প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে বিক্ষোভে সামিল হন এই রাজ্যের প্রায় হাজার তিনেক শিক্ষক। তাদের দাবী, চাকরিতে তাদের বহাল রাখতে হবে এবং অন্যান্য শিক্ষকদের মতোই তাদের সব সুযোগ-সুবিধা দিতে হবে।

চাকরি ছাড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখানোর সময় ৩-৪ জন আন্দোলনকারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায় কর্মরত পুলিশরা। এই রাজ্যে অনেক দিন পরে রাজ্য পুলিশের মানবিক মুখ দেখলো আন্দোলনকারী শিক্ষকরা।
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.