Header Ads

নবম- দশমের রেজাল্ট এ মাসে নয়! লাস্ট আপডেট।

নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা অনেকদিনের। পরীক্ষাতে পাশ করেও এখনও নিয়োগপত্র হাতে পায়নি অনেকেই। আবার হবু শিক্ষকরা পরীক্ষা দিলেও এখনও তারা জানতে পারেনি সেই পরীক্ষার ফলাফল। নিয়োগের স্বচ্ছতার দাবিতে আন্দোলনে নামতে হয়েছে এই রাজ্যের হাজার হাজার হবু শিক্ষকদের। কাজের কাজ কিছুই হয়নি।
নবম-দশমের পরীক্ষা হয়েছে অনেক আগে।  কিন্তু সেই পরীক্ষার রেজাল্ট এখনও হাতে পায়নি হবু শিক্ষকরা। এই রেজাল্ট কবে প্রকাশিত হবে জানতে চেয়ে আমাদের নজরবন্দির দপ্তরে বার-বার ফোন করে জানতে চাইছেন এই রাজ্যের বহু চাকরি প্রার্থীরা।

চলতি মাসে নবম ও দশমের রেজাল্ট কোন মতেই প্রকাশ করা সম্ভব নয়। এমনটাই জানিয়েছে এক আধিকারিক। তবে রাজ্য সরকার চাইছে এই রেজাল্ট সামনের মাসে প্রকাশ করতে।  তবে এই বিষয়ে রাজ্যের আইনজীবী মহললের ধারনা, ইন সার্ভিস কেস এর সমাপ্তি না ঘটিয়ে যদি রাজ্য সরকার ক্লাস নবম ও দশমের রেজাল্ট প্রকাশ করে, তাহলে আবার আইনি জালে জড়াতে পারে এই নিয়োগ প্রক্রিয়া।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.