Header Ads

প্রচারের আলোয় না থেকেও খ্যাতির আঙিনায় শিল্পী সুজিত কুমার দাস!

নজরবন্দি ব্যুরোঃ আমাদের চারপাশে প্রতি মুহূর্তে ছড়িয়ে পড়ছে অসংখ্য প্রতিভা। সেরকমই এক প্রতিভার নাম সুজিত কুমার দাস। মূকাভিনয় শিল্পী হিসেবে তাঁর খ্যাতি জগৎজোড়া। ১৯৯৬ সালে পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রযুব উৎসবে পুরস্কার পেয়েছেন তিনি। দাদাগিরির মঞ্চ মাতাতে দেখা গেছে তাঁকে ২০১০ সালে।
শিল্পী সুজিত কুমার দাস ১৯৯৩ সালে কোলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে 'নাটক বিষয়ে ডিগ্রি প্রাপ্ত, ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সংগীত ও দৃশ্যকলা আকাদেমি থেকে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম নাট্যাভিনয়ে শমীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি মেধাবৃত্তি প্রাপ্ত নাটক রচয়িতা,অভিনেতা,পরিচালক। কলকাতা দূরদর্শন আকাশবাণী সহ একাধিক মঞ্চে সঞ্চালনায় অভিজ্ঞ তিনি। ১৯৮৭ সালে "বঙ্গীয় সঙ্গীত পরিষদ" থেকে তবলায় সঙ্গীত শ্রী প্রাপ্ত, ২০০০ সালে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে ছৌনৃত্য ঢোলবাদ্য বিষয়ে জাতীয় মেধাবৃত্তি পেয়েছেন।

ভারতীয় পুনর্বাসন পর্ষদ' এর নিবন্ধন প্রাপ্ত প্রতিবন্ধী শিশুদের একজন বিশেষ শিক্ষক তিনি। ২০১১ সালে রাজ্যপাল কর্তৃক সারা রাজ্যে প্রতিবন্ধী কল্যাণে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে স্বর্ণপদক পুরষ্কার প্রাপ্ত সুজিত বাবু সংস্কৃতির চর্চায় নিজের জীবন কাটাতে বেশি পছন্দ করেন। এরকম সুজিত বাবুরা রয়েছেন আমাদের খুব কাছেই। প্রতি মুহূর্তে তাঁরা আমাদের জীবনকে ভালোলাগায় ভরিয়ে তুলছেন। 'নজরবন্দি' তাঁদের জানায় স্যাল্যুট।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.