Header Ads

এনসিটিই-র নতুন অবস্থানে আবারও সমস্যায় পড়তে চলেছেন হবু শিক্ষকরা।

নজরবন্দি ব্যুরো: এনসিটিই-র অবস্থান থেকেই স্পষ্ট, উঠে যেতে পারে দু’বছরের বিএড কোর্স। এনসিটিই-র এই সিদ্ধান্তে শিলমোহরও পড়ে গিয়েছে এ বারের বাজেটে। যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন "ইন্টিগ্রেটেড বিএড" নিয়ে কেন্দ্রের ভাবনার কথা জানিয়ে দিয়েছেন। কি কি সুবিধা রয়েছে এই প্রস্তাবিত ইন্টিগ্রেটেড বিএডের মধ্যে।

এনসিটিই-র লক্ষ্য, বিএড ডিগ্রিকে বিটেক অথবা এমবিবিএসের সমস্তরে উন্নীত করা। কোনও পড়ুয়া ১০+২ ক্লাস পাশ করার পর স্থির করে সে কোন দিকে যাবে। সেখান থেকেই প্রবেশিকা পরীক্ষার মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার লক্ষ্যে তাঁকে এগোতে হয়। ঠিক একই ভাবে শিক্ষকতার পথ বেছে নিতে আগ্রহী পড়ুয়ারা ওই সময়েই বিএড কোর্স এর দিকে যেতে পারবেন, এমনটাই জানা গিয়েছে ।

ইন্টিগ্রেটেড বিএডে একই সঙ্গে যুক্ত হবে কলা ও বিজ্ঞানের স্নাতক পাঠক্রম। এখনও পর্যন্ত কাউন্সিলের যা খবর, মহারাষ্ট্র প্রথম এই পরীক্ষা নিতে চলেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.