Header Ads

বিষ যখন অমৃত! সাপের বিষই বাঁচায় জীবন!

নজরবন্দি ব্যুরোঃ রাতের অন্ধকার হোক কিংবা দিন, সাপের উপস্থিতি আমাদের মনে আতঙ্কের সঞ্চার করে সবসময়ই। গ্রামাঞ্চলে সাপের কামড়ে মৃত্যু হওয়ার ঘটনাও নতুন নয়। কিন্তু সেই সাপের বিষ থেকেই তৈরি হয় এমন কিছু রোগের ওষুধ যা মৃত্যুর ছোবল থেকে বাঁচায় আমাদের।
সাপের বিষের মধ্যে থাকে কিছু প্রোটিন, এনজাইম এবং মলিকিউলের মিশ্রন। এই বস্তুগুলি রক্তপাত বন্ধ হতে না দিয়ে শরীরকে পক্ষাঘাত গ্রস্ত করে দেয়। কিন্তু সেই বিষের মধ্যে থাকা উপাদানের মাধ্যমেই তৈরি করা হয় জীবনদায়ী ওষুধ। স্কেলড ভাইপার নামক সাপের বিষ রক্ত পাতলা করে দেয় আক্রান্তের। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এই সাপের বিষ।

ক্যানসার এবং টিউমার সেল নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় সাপের বিষের মধ্যে থাকা ক্রটক্সিন। বিভিন্ন সাপের বিষে রয়েছে বিভিন্ন রকমের উপাদান। সেগুলির মাধ্যমে আরও নতুন ওষুধের আবিষ্কারের চেষ্টায় প্রতিনিয়ত রয়েছে বিজ্ঞানীরা। তাই ভক্ষকও যে কখনো কখনো রক্ষক তা তো বলাই বাহুল্য।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.