Header Ads

ইচ্ছামৃত্যুর অনুরোধ নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি এক রূপান্তরকামীর!

নজরবন্দি ব্যুরোঃ নাম সানাভি পন্নুসামি। তিনি চিঠি লিখেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। আবেদন জানিয়েছেন ইচ্ছামৃত্যুর।

কিন্তু কি কারনে এই আবেদন? ২বছরে চার বার ডাক পেয়েছেন এয়ার ইন্ডিয়ার মহিলা ক্রেবিন ক্রু পদে কিন্তু চাকরী হইনি, কেন হইনি তা জানতে পারেন পরে, বাতিলের মূল কারণ হল তিনি ট্রান্সজেন্ডার। রূপান্তরকামী মহিলা। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে রূপান্তরকামী মহিলাদের জন্য তাদের কোনও পদ নেই। সেজন্য তাঁর আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। এই অবস্থায় লিঙ্গ বৈষম্যের কারণে সিভিল অ্যাভিয়েশন মন্ত্রক এবং এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করেছেন তিনি। কিন্তু, তারা এর কোনও উত্তর দিচ্ছে না। সানাভির প্রশ্ন রূপান্তরকামীদের কি ট্যাক্স ছাড়ের সুবিধে দেওয়া হয় ?

সেটা তো পুরোটাই দিতে বাধ্য তিনি। তাহলে চাকরির ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতা দুই থাকা সত্ত্বেও কেন এই দ্বিচারিতা ? সাধারণ ঘরের বড় হওয়া সানাভির মামলা চালানোর মতো আর্থিক সঙ্গতি নেই। তাই রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি বলেন, “আমি ইচ্ছামৃত্যুর অনুরোধ করেছি। ভারত সরকারের হাতে মরতে পারলে আমি গর্ব বোধ করব।”
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.