Header Ads

শুভেন্দু নিয়ে কি বললেন ভারতী ঘোষ ? পড়ুন

নজরবন্দি ব্যুরো: প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ নিয়ে বিতর্ক চলছে বেশ কিছু-মাস ধরে। একাধিক দুর্নীতি মামলার নাম জড়িয়েছে এই পুলিশ অফিসারের। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় দু-কোটি টাকা। লকার থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সোনার অলঙ্কার।
যার কোন হিসাব নেই বলে দাবি সি আইডির। আর এইসব তথ্যপ্রমাণ সিআইডির হাতে আসার পর থেক তাঁকে গ্রেপ্তার করার জন্যে উঠেপড়ে লেগেছে রাজ্য প্রশাসন ও সিআইডি কর্তারা। কিন্তু এখনও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি সিআইডি। তবে তাঁকে গ্রেপ্তার করার জন্য ভিন রাজ্যে তল্লাসি চলছে বলে খবর।

তারই মধ্যে এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাতকারে বিস্ফোরক কিছু অভিযোগ করেন তিনি। তিনি বলেন জঙ্গল মহল এখন যে শান্ত আছে তার কৃতিত্ব বর্তমান রাজ্য সরকারের নয়, এই কৃতিত্ব পুরোপুরি তাঁর। এর পরে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওর রাগ আছে আমার উপর" । সেই রাগের কারণ আপনারা পরে জানতে পারবেন। এর পরে তাঁকে প্রশ্ন করা হয়, আপনি যদি নির্দোষ হবেন তা হলে আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? এর উত্তর তিনি এখনও দেননি।
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.