Header Ads

ভারতী প্রসঙ্গে বাংলা প্রবাদ ব্যবহার করে মমতাকে বিঁধলেন অধীর

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য রাজনীতির এই মুহূর্তের সবচাইতে আলোচ্য বিষয় ভারতী ঘোষ। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এই পুলিশ সুপারের বাড়িতে তল্লাশি ও তাঁর

বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আর এই ইসুতে বিরোধীরা চেপে ধরেছে সরকারকে। এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি বলেন "ভারতী ঘোষ আসলে ভারতী ব্যানার্জি। এতদিন বিরোধীদের খতম করতে তাঁকে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী। এখন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়তে পারে বুঝে ভারতীকে সরিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী।

নোট বাতিলের সময় কলকাতা থেকে বাতিল নোট আনিয়ে কেজি কেজি সোনা কেনা হয়েছে। ১৮০ কেজি সোনা কেনাবেচা যখন হল, তখনও তো তৃণমূল সরকারই ছিল। তখন বাংলার প্রশাসন, সিআইডি কোথায় ছিল"? প্রশ্ন অধীর বাবুর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.