Header Ads

কুশমণ্ডির নির্যাতিতার পাশে মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ব্যুরো: ধর্ষণ আটকাতে গেলে রুখে দাঁড়াতে হবে আমাদের রাজ্যের মা ও বোনেদের।এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ছাত্র,যুব, শ্রমিক ও কৃষক দের। গঙ্গারামপুরের সরকারি একটি সভাতে যোগ দিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগে কুশমণ্ডিতে এক যুবতিকে গণ-ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তাঁর যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড। আপাতত মালদা মেডিকেলে কলেজে চিকিৎসাধীন ওই নির্যাতিতা মহিলা। গতকাল তাঁকে হাসপাতালে দেখতে যান মাননীয়া মুখ্যমন্ত্রী।

নির্যাতিতার শারীরিক অবস্থা দেখে তাঁর সঙ্গে কথা বলেননি মুখ্যমন্ত্রী। এর পর তিনি ওই যুবতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন। সেই নির্দেশের পর আজ তড়িঘড়ি চালু হয় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ৪ লাখ ১২ হাজার টাকা সেই অ্যাকাউন্টে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.