Header Ads

শিল্প গড়ুন, তা না হলে জমি ফিরিয়ে দিন!! কড়া বার্তা মন্ত্রীর।

নজরবন্দি ব্যুরো: “শিল্পের নাম করে শিল্পপতিরা কমকরে ২ হাজার জমির প্লট নিয়ে রেখেও কাজ শুরু করছেন না!

শিল্পের উন্নতিতে রাজ্য সরকার নানা পদক্ষেপ নিলেও, ওই জমিতে শিল্প গড়তে অনিহা দেখাচ্ছেন একাধিক শিল্পপতিরা। আবার তাঁরা জমিও ছাড়ছেন না ।” উত্তরবঙ্গে এক সেমিনারে যোগ দিয়ে এই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ শিলিগুড়ির উত্তরকন্যায় মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির তরফে এই সেমিনারের আয়োজন করা হয়।

এর পর মন্ত্রী বলেন, “বিভিন্ন এলাকায় শিল্পের গড়ার জন্য জমি নিয়েছেন শিল্পপতিরা। কাজ শুরু না করলে ওই জমি ফিরিয়ে দিন। এনিয়ে দেশে নির্দিষ্ট আইন আছে। তবে এখনই আইন প্রয়োগ করছি না আমরা। প্রথমে অনুরোধ জানাচ্ছি যে কাজের জন্য জমি নিয়েছেন তা শুরু করুন।”
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.