Header Ads

গুরুং ও রাজ্য সরকারের মধ্যে কাটছে সম্পর্কের কাল মেঘ? অডিও বার্তাতে শান্তি বজার রাখায় আর্জি ।

নজরবন্দি ব্যুরো: আজ সকালে বিমল গুরুং-এর নামে অডিও বার্তা সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে । তবে ওই অডিও বার্তার সত্যতা যাচাই করেনি নজরবন্দি ডট ইন। সেই বার্তায় গুরুং বলেন, “ দেশের সর্বোচ্চ আদালতে মামলা চলছে। রাজ্য সরকার যে মামলা করেছে আশা করি সুপ্রিম কোর্ট তা বুঝেছেন। আইনে আস্থা রাখছি। আশা করি জয় আমাদের হবে। খুব তাড়াতাড়ি আমি প্রকাশ্যে আসছি।"
এর পরেই তিনি বলেন, এ লড়াই ব্যক্তিগত লড়াই। এ লড়াই জাতির লড়াই। শান্তি বজায় রেখে এগোতে হবে।
আর এর পরে রাজনৈতিক মহলে বেশকিছু প্রাসঙ্গিক প্রশ্ন উঠছে। হঠাৎ গুরুং শান্তি বজায় রাখার কথা কেন বললেন। তাহলে কি রাজ্য সরকারের সঙ্গে গোপন বোঝা পড়া হয়ে গিয়েছে তাঁর । আর সেই কারণেই তিনি খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসার কথা বলছেন।

আর একটি বিষয় এই প্রসঙ্গে বলে রাখা ভাল। কিছুদিন আগে সাব ইন্সপেক্টর অমিতাভ মল্লিক খুনের পিছনে গুরুং-এর হাত আছে বলে অভিযোগ ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয় পুলিশ যখন অমিতাভ মল্লিকের খুনের চার্জশীটে দেয়, সেই চার্জশীটে নাম নেই বিমল গুরুং-এর।
আর এই সব ঘটনা পরম্পরাকে যদি সাজানো যায় তাহলে রাজ্য সরকারের আর গুরুং-এর মধ্যে সম্পর্কের তিক্ততা যে কাটছে সেই ছবিই স্পষ্ট হয়ে উঠছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.