Header Ads

সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রিয়া প্রকাশ! কেন? পড়ুন।

নজরবন্দি ব্যুরো: জনপ্রিয়তার সাথে বিতর্ক গত ২ সপ্তাহে প্রিয়া প্রকাশের জীবনে নেমে এসেছে এই দুটি জিনিস। তার ছবির গান 'মাণিক্য মালারয়া পুভি'

নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রিয়া ও ফিল্মের বিরুদ্ধে হায়দরাবাদ ও মহারাষ্ট্রে বহু অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে 'অরু আদার লাভ'এর পরিচালক এমর লুলুকে নিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন প্রিয়া। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল ইসলাম ধর্মাবলম্বীদের সংবেদনশীলতাকে আঘাত করেছে এই গানের ভিডিও। প্রিয়া ও ফিল্মের পরিচালক এমার লুলুর দাবি, গানের ভুল অনুবাদকে কেন্দ্র করে অভিযোগগুলি দায়ের হয়েছে। অভিযোগকারী বেশিরভাগ ব্যক্তিই মালায়লম না বলা রাজ্য়ের বাসিন্দা।

উল্লেখ্য, বিতর্কিত গান, 'মাণিক্য মালারয়া পুভি' গানটি কেরলের একটি ঐতিহ্যপূর্ণ মুসলিম গান। যে গানে প্রফেট ও তাঁর স্ত্রীর প্রেম তুলে ধরা হয়। তাতে নতুন করে ইসলাম ধর্মাবলম্বীরা কী করে ক্ষুব্ধ হতে পারেন? আর কেনই বা বিতর্ক জানতে চাওয়া হয়েছে প্রিয়া ও ফিল্মের পরিচালকের তরফে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.