Header Ads

ন্যূনতম বেতন ১৮ হাজার সহ একাধিক দাবিতে পথে নামছে রাজ্যের শ্রমিক সংগঠনগুলি।

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের বিজেপি সরকারের কাছে একাধিক দাবি জানিয়ে বারবার সরব হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের তরফে বিভিন্ন শ্রমিক সংগঠন গুলি। কিন্তু তাতে কান দেয়নি কেন্দ্রীয় সরকার, অভিযোগ। আর তাই সরকারের পাঁজরে কাঁপুনি ধরাতে সারা রাজ্য জুড়ে এক বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ক্ষেত মজুর সংগঠন।
আগামি ২০ ফেব্রুয়ারি সারা রাজ্য ব্যাপী আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি পালনের ডাক দিয়েছে CITU সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কৃষক সভা ও ক্ষেত মজুর সংগঠন গুলি। কেন্দ্রের একাধিক নীতির বিরোধীতায় প্রতিবাদে পথে নামতে চলেছে তারা। সাধারণ মানুষের স্বার্থে যে দাবি গুলিকে এদিন তুলে ধরা হবে সেগুলি হল-

ন্যূনতম ১৮ হাজার টাকা মাসিক বেতন চালু করা।
সমকাজে সমবেতন দিতে হবে।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাশ টানা।
প্রত্যেক কর্মীর জন্য ন্যূনতম ৩ হাজার টাকা পেনশন।
প্রকল্প কর্মীদের স্বীকৃতি প্রদান এবং ন্যূনতম বেতন দিতে হবে।
FRDI বা কালা ব্যাঙ্কিং বিল বাতিল করতে হবে।
সমস্ত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ইত্যাদি।

রাজ্যের প্রত্যেক মানুষকে তার প্রাপ্য ন্যূনতম অধিকার পাইয়ে দিতে দেশের সরকার যাতে বাধ্য হয় সেই দাবিতে গোটা রাজ্য জুড়ে বিশাল প্রতিবাদ কর্মসূচি পালিত হবে এদিন। রাজ্যের একাধিক জায়গায় হবে প্রতিবাদ-বিক্ষোভের জমায়েত। কলকাতার রানি রাসমণি রোড, দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর রেল ময়দান সহ বিভিন্ন জায়গায় পালিত হবে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.