Header Ads

চাকরিতে সংরক্ষণের নতুন নিয়ম আনলো কেন্দ্র, মানবিকতার নতুন দৃষ্টান্ত মোদী সরকারের।

নজরবন্দি ব্যুরোঃ সমাজে প্রতিবন্ধীদের পাশাপাশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অ্যাসিড আক্রান্তরা। নানা জায়গায় হেনস্থার স্বীকার হতে হয় তাদের। সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার।
সরকারি চাকরিতে সংরক্ষণ প্রথা রয়েছে। তপশিলী জাতি এবং উপজাতিদের পাশাপাশি সংরক্ষণের সুবিধা প্রাপকের তালিকায় রয়েছেন প্রতিবন্ধীরা। এবার সেই তালিকায় যুক্ত করা হল অ্যাসিড আক্রান্তদের। কেন্দ্রীয় সরকারি চাকরিতে গ্রুপ এ, বি এবং সি পদে নিয়োগের ক্ষেত্রে সুবিধা পাবেন মানসিক প্রতিবন্ধী এবং অ্যাসিড আক্রান্তরা। তিন থেকে চার শতাংশ আসন সংরক্ষিত থাকবে এদের জন্য। মোদী সরকারের এই সিদ্ধান্তে খুশি দেশের অসংখ্য মানুষ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.