Header Ads

ম্যাথুকে পাঠানো কলকাতা পুলিশের লুক আউট নোটিশ খারিজ করলো হাইকোর্ট।

নজরবন্দি ব্যুরোঃ বিভিন্ন সময়ে নানা অজুহাতে তাঁকে অকারণ হেনস্থা করছে কলকাতা পুলিশ, এমন অভিযোগ ইতিপূর্বেই এনেছেন নারদা কর্তা ম্যাথু স্যামুয়েল। এবার ফের বিভ্রান্তিজনক কথা এবং আচরণের অভিযোগ তুললেন ম্যাথু।
কিছুদিন আগে কলকাতা পুলিশের তরফ থেকে একটি লুক আউট নোটিশ পাঠানো হয় নারদা নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলকে। সেই নিয়ে মামলাও চলছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা চলাকালীন আদালতের মহামান্য বিচারপতি কলকাতা পুলিশের কাছে জানতে চান, কি অভিযোগেত ভিত্তিতে এবং কেন ম্যাথুকে ওই লুক আউট নোটিশ পাঠিয়েছে তারা? সেই প্রশ্নের উত্তরেই অদ্ভুত এবং বিভ্রান্তিজনক কারণ দেখিয়েছে কলকাতা পুলিশ। তারা জানায়, তাদের বিভাগ থেকে এরকম কোনো নোটিশই পাঠানো হয়নি ম্যাথু স্যামুয়েলকে। পুলিশের তরফে এয়ারপোর্ট অথরিটির কাছে শুধুমাত্র একটি সাধারণ চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিটিকেও খুবই হালকা ভাবে দেখানো হয়েছে। এরপরেই হাইকোর্ট সেই লুক আউট নোটিশটি খারিজ করে দেয়।

এই ধরণের আচরণের কারণ কি? হেনস্থা করে তারপর গোটা ব্যাপারটিকে এভাবে ব্যাখ্যা করারই বা কি কারণ থাকতে পারে? হতবাক নারদা কর্তা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.