Header Ads

দল ভাঙানোর খেলা অব্যাহত রাজ্যে! ১২ জন বিজেপি নেতা আজ যোগ দেবেন তৃণমূলে।

নিজস্ব প্রতিবেদন: গেরুয়া শিবিরে বড় ভাঙন। জেলা স্তরের প্রায় এক ডজন 'বড় নেতা'-সহ প্রায় দেড় হাজার বিজেপি কর্মী বৃহস্পতিবার যোগ দিতে চলেছেন তৃণমূলে শিবিরে।

তৃণমূল সূত্রের খবর,  আজ বেলা ৩টে নাগাদ পলতা স্টেশন চত্বর থেকে রোড শো করবেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের এদিনের র‍্যালিতেই ওই ১২ বিজেপি নেতা-সহ হাজার দেড়েক কর্মীর যোগ দেওয়ার কথা।

বিজেপি সূত্রে খবর, শীর্ষ নেতৃত্বকে  রীতিমত চিঠি দিয়ে দল ছাড়তে চেয়েছেন বিজেপির জেলা স্তরের ওই নেতারা।

এক নজরে দেখে নেওয়া যাক কোনকোন বিজেপি নেতা দল ছাড়ছেন:-
১. আলো রানি সরকার (সহ-সভাপতি, বিজেপি রাজ্য মহিলা মোর্চা; জোনাল অবজার্ভার, নবদ্বীপ জোন; ২০১৬ সালের বিধানসভা ভোটে বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী)
২. মনিকা দাস (সহ-সভাপতি, ব্যারাকপুর সাংগঠনিক জেলা, মহিলা মোর্চা)
৩. সুভাষ রাজভোর (মিডিয়া কনভেনার, ব্যারাকপুর সাংগঠনিক জেলা)
৪. সঞ্জয় বিশ্বাস (সাধারণ সম্পাদক, যুবমোর্চা, নৈহাটি)
৫. বীরেন্দ্র সিং (সভাপতি, পাকসু মোর্চা, ব্যারাকপুর সাংগঠনিক জেলা)
৬. অমিত মণ্ডল (সাধারণ সম্পাদক, যুবমোর্চা, ব্যারাকপুর)
৭. শেখর দাস (সাধারণ সম্পাদক, এসসি মোর্চা, কাঁচরাপাড়া)
৮. দিল দাস (সাধারণ সম্পাদক, কাঁচরাপাড়া)
৯. অনুপ বিশ্বাস (সহ-সভাপতি, ব্যারাকপুর)
১০. দীপঙ্কর চক্রবর্তী (সহ-সভাপতি, যুবমোর্চা, ব্যারাকপুর)
১১. রাজীব সূত্রধর (সভাপতি, যুবমোর্চা, কাঁচরাপাড়া)
১২. অরিন্দম শিকদার (সাধারণ সম্পাদক, হালিসহর)
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.