Header Ads

কারাতের বাউন্সারে বেসামাল ইয়েচুরি! আপাতত জোট নয় কংগ্রেসের সাথে।

নজরবন্দি ব্যুরোঃ সিপিআইএম-এর তিন দিন ধরে চলা ম্যারাথন বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল, ভবিষ্যতে রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়া হবে কি না। বৈঠকের প্রথম দিনে ধর্মনিরপেক্ষ দলের সাথে জোট নিয়ে জোরালো সওয়াল করেন কেন্দ্রীয় কমিটির বেশ কিছু সদস্য। বিশেষ করে ত্রিপুরা ও কেরলের কথা মাথায় রেখে বিজেপিকে হারাতে ধর্ম নিরপেক্ষ দলের সঙ্গে জোট করতে চাইছে কেন্দ্রীয় কমিটির একাংশ। আর এই জোটের পক্ষে জোরদার সওয়াল করেন বঙ্গ সিপিআইএম। কিন্তু তাতে প্রবল আপত্তি জানান কারাত ঘনিষ্ঠ নেতারা।

সিপিআইএম সূত্রে খবর, সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ধর্ম নিরপেক্ষ দল গুলির সঙ্গে জোট না হলে পদত্যাগের ইঙ্গিত দেন। আর তাই শেষমেশ আজ বৈঠকের শেষ দিনে ভোটাভুটির রাস্তায় যান কেন্দ্রীয় কমিটির সদস্যরা। আর সেখানেই সিদ্ধান্ত হয়, কংগ্রেসের সাথে জোট করে নির্বাচনে লড়বে না সিপিআইএম। বিশেষ সূত্রে খবর, জোটের পক্ষে ৩১টি ভোট পড়লেও বিপক্ষে পড়েছে ৫৫টি ভোট। আর এর ফলেই পাকাপাকি ভাবে সিদ্ধান্ত হয়, আপাতত কংগ্রেসের সঙ্গে কোনো রাজ্যে জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না সিপিআইএম।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.