Header Ads

সোশ্যাল মিডিয়ায় জোর দিয়ে "আমার নাম ভাঙানো বন্ধ করুন" দলের নেতা-নেত্রীদের কড়া বার্তা নেত্রীর।

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের কর কমিটির বৈঠকে আক্রমণাত্মক তৃণমূল নেত্রি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন...
"২৫ লক্ষ বাড়ি তৈরি করেছি গরিব মানুষের জন্যে
আরও ৫ লক্ষ তৈরি হবে
আগামী তিন চার মাসের মধ্যেই হবে পঞ্চায়েত ভোট
আগস্টের মধ্যেই শেষ হবে ভোট।
ভোটের আগে শেষ করতে হবে বকেয়া সমস্ত কাজ।
অন্য রাজনৈতিক দলের মত তৃণমূলের টাকা নেই, খুব কষ্ট করে চালাতে হয়।"

এছাড়াও নিজের দলের নেতা-নেত্রীদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর "নিজের কাজ নিজে করবেন, অন্যের কাজে নাক গলাবেন না। আর আমার নাম ভাঙানো বন্ধ করুন"
এছাড়া সোশ্যাল মিডিয়াতেও জোর দিলেন তিনি, সুপর্ন বাবু এবং ডেরেক ও ব্রায়েন নে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল চালানোর দায়িত্ব দেন দলনেত্রী। পাশাপাশি শুভেন্দু অধিকারিকেও এ ব্যাপারে সাহায্য করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ভাবে মোকাবিলা করার নির্দেশ স্যোসাল মিডিয়ায়। কোন কুরুচিকর মন্তব্য নয়।
দলের নেতা কর্মীদের তিনি নির্দেশ দেন ৬ মার্চ সমস্ত ব্লকে মহিলাদের মিছিল হবে, ৭ই মার্চ জেলায় জেলায় মিছিল। ৮ মার্চ মহিলা দিবসে উত্তর এবং দক্ষিণবঙ্গে আলাদা করে অনুষ্ঠান।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.