Header Ads

শতাধিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু করল কমিশন।

নজরবন্দি ব্যুরো:শতাধিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু করল কমিশন। এনসিটিই-র বিজ্ঞপ্তি মেনে বিএড কলেজগুলিতে শিক্ষকের সংখ্যা বাড়াতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার।
এর জন্য ১৩৭টি পদে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু করেছে কলেজ সার্ভিস কমিশন।এর পাশাপাশি, প্রায় ১৪০টি অধ্যক্ষের পদ পূরণ করার জন্যও দ্রুত ইন্টারভিউ শুরু করা হবে বলে নবান্ন সূত্রে খবর। আর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এর ফলাফল বেরিয়ে গিয়েছে আগেই। তাই কলেজ সার্ভিস কমিশনের উপরও চাপ রয়েছে স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এর ফল দ্রুত প্রকাশ করার। সেই ফল ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকাশ করে দেওয়ার চেষ্টা করছে কমিশন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.