Header Ads

টোল ট্যাক্স বাড়তে চলেছে বিদ্যাসাগর সেতুর। দেখুন কেমন হতে পারে বর্ধিত ট্যাক্স।

নজরবন্দি ব্যুরোঃ টোল বাড়তে চলেছে বিদ্যাসাগর সেতুর। কয়েক বছর আগেও গড়ে ৮৫ হাজার গাড়ি পারাপার করত প্রতিদিন সেখানে এখন ২০১৮ তে তা বেড়ে দাড়িয়েছে প্রায় ৯৫ হাজারে কিন্তু টোল ট্যাক্স বাড়েনি গো সাত বছর। সূত্রের খবর, এইচআরবিসি প্রস্তাব পাঠিয়েছে পরিবহন দফতরকে আর পরিবহন দফতর সেই প্রস্তাব পাঠিয়েছে অর্থ দফতরে। অনুমতি পেলেই বাড়বে টোল ট্যাক্স।
তখন চিত্রটা দাঁড়াবে।



১) প্রাইভেট গাড়ি/ট্যাক্সি/ক্যাব এখন ১০ টাকা, হবে ২০ টাকা

২) বাস এখন ৫০ টাকা, হবে ১০০ টাকা

৩) মিনিবাস এখন ২৫ টাকা, হবে ৫০ টাকা

৪) পণ্যবাহী ৪ চাকার গাড়ি এখন ২০ টাকা, হবে ৪০ টাকা

৫) বাইক বেড়ে ইতিমধ্যেই ৫ থেকে ১০ টাকা হয়েছে।

৬) লরি এখন ৮০ টাকা, হবে ১৬০ টাকা

৭) ট্রেলার এখন ১১০ টাকা, হবে ১২০ টাকা
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.