Header Ads

বন্ধ হতে চলেছে রাজধানী-শতাব্দী।

নজরবন্দি ব্যুরোঃ দ্রুতগতি সম্পন্ন দুটি ট্রেন রাজধানী এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস খুবই জনপ্রিয়। অল্প সময়ে গন্তব্যে পৌঁছে দেয় ভারতীয় রেলের এই দুই ট্রেন। কিন্তু এই দুটি ট্রেনই চালানো বন্ধ হবে খুব শিগগিরই, খবর ভারতীয় রেল সূত্রে।
রাজধানী এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস ট্রেন দুটি বন্ধ করার কথা ঘোষনা হবে খুব তাড়াতাড়িই। ফেব্রুয়ারিতে সাধারণ বাজেট এবং রেল বাজেট একই সাথে পেশ করবেন অর্থমন্ত্রী অরুন জেটলি। ওই দিনই এই ট্রেন দুটি বন্ধ করার কথা ঘোষিত হবে বলে খবর। তার বদলে আনা হবে নতুন দুটি ট্রেন। আরও বেশি গতি সম্পন্ন ট্রেন-১৮ এবং ট্রেন-২০ আসতে চলেছে।

নতুন এই ট্রেন দুটিতে ব্যবহৃত হবে অত্যাধুনিক প্রযুক্তি। ২০ শতাংশ কম সময়ে গন্তব্যে পৌঁছে দেবে এই দুটি ট্রেন। শতাব্দীর বদলে আসছে ট্রেন-১৮। এই ট্রেনটির বডি হবে স্টেনলেস স্টিলের। ২০১৮-র জুন মাসেই চলে আসবে এই নতুন ট্রেন। ট্রেন-২০ আসবে রাজধানীর জায়গায়। এই ট্রেনের বডি তৈরি হবে অ্যালুমিনিয়ামে। ২০২০ সালে যাত্রা শুরু করবে ট্রেন-২০। গড় গতি হবে ১৭৬ কিলোমিটার প্রতি ঘন্টা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.