Header Ads

মামলার কারণে শিক্ষক নিয়োগ আটকে আছে; দ্রুত হবে শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি শিক্ষক নিয়োগ হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে রাজ্যে। আর এর পর থেকে পরীক্ষার্থীরা শিক্ষক নিয়োগের খবর নিয়ে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেন। প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান এবার স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
প্রক্রিয়া শুরুর পাশাপাশি খুব দ্রুত রাজ্যে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে বলেও জানিয়েছেন তিনি।
পার্থ চট্টোপাধ্যায় জানান, "আগে যে সরকার রাজ্য চালাত তাঁরা প্রায় সাড়ে চার লক্ষ লোক নিয়োগ করেছিল। আমরা নথিপত্র ঘেটে দেখতে পেরেছি, এদের মধ্যে অধিকাংশেরই শিক্ষাগত যোগ্যতা নেই।
তবুও বছরের পর বছর পদটি আগলে রয়েছে। এদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে"।
শিক্ষামন্ত্রী আরও বলেন, রাজ্যে শিক্ষক নিয়োগ মামলার কারণেই আটকে আছে। এতে গোটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ব্যাঘাত হচ্ছে। ফলে যারা মামলাকারী তাঁরা যদি চায় তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে রাজি আছি।

Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.