Header Ads

নিজের দেশ কে সামলে, পৃথিবীকে বাঁচানোর আপ্রান চেষ্টা চীনের। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ কেন চীন এত এগিয়ে! কিভাবে তারা আমেরিকার সাথে পাল্লা দেয়? অনেকেই প্রশ্ন করেন। চীন তার সাফল্যের মাধ্যমে উত্তরও দেয়। কিন্তু এবার চীন যেটা করল সেটার নাম মানবিকতা। নিজেদের দেশ করোনা ভাইরাসের প্রভাবে উজাড় হয়ে যাচ্ছিল তা কার্যত রুখে দিয়েছে চীন। গত সাতদিনে নতুন করে সংক্রামিত হয়েছেন প্রায় ১ হাজার আর সুস্থ হয়েছেন কমপক্ষে ২৫ হাজার! এখন পর্যন্ত চীনে আক্রান্ত ৮২ হাজার ৭ জন। চিকিৎসা চলছে প্রায় ৯ হাজার মানুষের। মারা গেছেন ৩৩৩৮ জন! বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন! ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চীন। অল্প অল্প করে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো। নিজের দেশের জন্যে ৭ দিনে চীন নির্মান করেছে ১০০% ভেন্টিলেশন যুক্ত ৯০০ বেডের হাসপাতাল। এরিয়া সাটডাউন করে দিয়ে গৃহবন্দিদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে খাওয়ার! ভাবা যায়? অন্যদিকে, আন্তর্জাতিক দায়বদ্ধতা কাকে বলে দেখিয়েছে চীন। WHO কে ২০ মিলিয়ন ডলার সাহায্য করেছে। দঃ কোরিয়াকে ৫ লক্ষ মাস্ক দান করেছে। এছাড়া ৩১ জন ডাক্তারের টিম ওষুধ সহ পাঠিয়েছে ইতালির মড়ক আটকাতে! ইতালি সরকার ইউরোপের সাহায্য চেয়েছিল, সাহায্য মেলেনি। হাত বাড়িয়েছে চীন। ইতালির পাশাপাশি ইরান, জাপান, দঃ কোরিয়া সহ নানা দেশকে কোরোনা ভাইরাস মোকাবিলা করতে সাহায্য করছে সমাজতান্ত্রিক চীন।
Loading...

২টি মন্তব্য:

  1. ব্যাস, শুরু করে দিলেন চীনের হয়ে দালালি ! দম থাকলে #করোনার উৎপত্তি নিয়ে মুখ খুলুন...

    উত্তরমুছুন

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.