Header Ads

দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। খুন যুব তৃণমূল কর্মী রহিম সেখ।

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে গোষ্ঠী সংঘর্ষ। গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত বাসন্তী গ্রাম। এই সংঘর্ষে মৃত্যু হয় কাপড় ব্যবসায়ী রহিম সেখের। দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া গ্রাম পঞ্চায়তের ৮ নং খড়িমাচান এলাকায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। সূত্রের খবর অনুযায়ী, কাপড় ব্যবসায়ী রহিম সেখ, বয়স ৪৫, এবং তিনি যুব তৃণমূলের একজন কর্মী ছিলেন। শুক্রবার রাতে বাজার থেকে ঘরে ফেরার সময় তৃণমূলের অন্য গোষ্ঠীর ত্রিশ জন ছেলে রহিম কে তুলে নিয়ে যায়। প্রথমে তকে লাঠি দিয়ে মারা হয় এবং পড়ে গুলি করে হত্যা করা হয়। একাধিক গুলি করা হয়েছে রহিম সেখকে।
রহিম কে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন আরও তিনজন যুব তৃণমূলের কর্মী সমর্থক। আহত ব্যক্তিদের নাম এসার আলি সেখ, কুতুবউদ্দিন সেখ, এবং কাসেম সেখ। ত্রিশ জন দুষ্কৃতিদের মধ্যে তিন জনের নাম জানা গেছে, বাবলু গায়েন, রাজ্জাক গায়েন, রবং হানিফ সেখ। নিহত রহিম সেখ এর পরিবার জানিয়েছেন, ঘটনার পর থেকে রহিমের দাদা কাসিম সেখ নিখোঁজ ছিলেন। ঘটনার স্থলে বাসন্তী থানার পুলিশ এসে গুলিবিদ্ধ অবস্থায় রহিম ও কাসিম কে উদ্ধার করে ক্যনিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রহিম কে মৃত বলে ঘোষণা করেন। কাসিম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন। মৃতের স্ত্রী এবং ছেলে জানান যুব তৃণমূল করার জন্যই রহিমকে হত্যা করা হয়েছে। এই ঘটনার জেরে বাসন্তী এলাকায় উত্তেজনার মহল। সেই কারনেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই এলাকায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.