Header Ads

এবার প্রতিবাদের নামে চলা হিংসার বিরুদ্ধে সরব নেতা ওয়েইসি

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে তান্ডব নিয়ে সরব হলেন মিম নেতা তথা হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি। কেন্দ্র সরকারের নতুন তৈরি নাগরিকত্ব সংশোধনী বিল বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতায় রাজ্যসভায় পাশ হয়ে যায়। আর সেই বিলে রাষ্ট্রপতির সই করে সেটিকে নতুন আইনে পরিণত করেন। এরপরই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন-বিক্ষোভে পরিস্থিত উত্তাল হয়ে উঠতে থাকে। সেই আজ এসে পড়ে বাংলাতেও। আন্দোলনের নামে কোথাও কোথাও শুরু হয় তাণ্ডব। বাসে ট্রেনে আগুন ধরিয়ে দেয়া হয়। নষ্ট করা হয় বহু সরকারি সম্পত্তি। ধারাবাহিক ভাবে দেশ জুড়ে চলতে থাকা হিংসা নিয়ে সরব হয়েছেন দেশের বুদ্ধিজীবী থেকে একাধিক রাজনৈতিক দলের নেতারা।
 'যারা হিংসায় মদত দিচ্ছে তারা এই আন্দোলনের আরা শত্রু' এমনটাই মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন সুপ্রিমো তথা হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, 'প্রতিবাদ করা কংবা বিক্ষোভ দেখানোয় দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু তার নামে হিংসার ছড়ানোয় ঘোর বিরুদ্ধে আমি। গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ ভাবেই আমাদের আন্দোলন করতে হবে।’ এই পরিস্থিতিতে ওয়েইসির এই বক্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে এর আগেও একাধিক রাজ্যে প্রতিবাদের নামে চলা হিংসা ছড়ানোয় কড়া নিন্দা করেছেন বিশিষ্টজনদের অনেকেই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.