Header Ads

CAA ও NRC - র বিরুদ্ধে শহরে বাম-কংগ্রেসের যৌথ মিছিল এই প্রথম।

নজরবন্দি ব্যুরো : নতুন নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জী (NRC) - র বিরুদ্ধে শুক্রবার যৌথভাবে পথে নামল কংগ্রেস এবং বামফ্রন্ট। NRC এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রথম মিছিলে নাম না করেই আহ্বান জানিয়েছিলেন বাম, কংগ্রেস কেও। কিন্তু তার সেই ডাকে সাড়া দেয়নি কংগ্রেস, বামফ্রন্ট। একই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এই প্রথম কলকাতার রাস্তায় প্রতিবাদে নামল দুই দল। এদিন দুপুর আড়াইটে নাগাদ মিছিল শুরু হয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। মিছিল এগিয়ে চলে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে। এবং মিছিল শেষ হয় মহাজাতি সদনে।
 মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী, সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ নেতা-কর্মীরা। মিছিল শেষে সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন তাঁর বক্তব্যের মাধ্যমে। অন্যদিকে এদিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য তার বক্তব্যে স্পষ্ট করেন NRC এর বিরুদ্ধে আরো কঠোর ভাবে রুখে দাঁড়াতে হলে তা পারবে বাম-কংগ্রেস। এই প্রথম কোন ইস্যুতে কলকাতায় বাম কংগ্রেসের যৌথ মিছিল দেখা গেল বিজেপির বিরুদ্ধে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.