Header Ads

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকদের কি হল ? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুজন চক্রবর্তীর।

নজরবন্দি ব্যুরো: গতকাল সরকারি দফতরে নিয়োগের কথা জানান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর থেকে সমালোচনায় নামল বিরোধীরা। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিশ্বাস করা সহজ নয়।

গতকাল মুখ্যমন্ত্রী জানান, খুব তাড়াতাড়িই ৩৩ হাজার ৬৮৭ টি শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার। এসএসসি-র মাধ্যমে এই নিয়োগ করা হবে। সরকারি বিভিন্ন দফতরে কর্মচারীরা অবসর গ্রহণের ফলে শূন্যপদ তৈরি হয়েছে।
বর্তমানে ৩৩ হাজার ৬৮৭ টি শূন্যপদ রয়েছে। সেই পদে অতি-দ্রুত নিয়োগ করা হবে।

মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরেই সমালোচনাতে নামেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, "কত হাজার যেন লোক নেবেন বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এর আগে গ্রুপ ডি-র ছ-হাজার লোক কোথায় নিয়োগ হয়েছে? পাবলিক সার্ভিস কমিশন তো উঠে গেল।
স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকদের কি হল ? মুখ্যমন্ত্রীর বক্তব্য বিশ্বাস করা সহজ নয়।" এর পরে তিনি আরও বলেন, "যদি দেখা যায় ভবিষ্যতে সত্যিই এই নিয়োগ হয়েছে, তবেই বলব মুখ্যমন্ত্রী সত্য কথা বলেছেন।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.