মোদীর সভায় বিপুল টাকা খরচ! তদন্তের দাবি জানালেন মুখ্যমন্ত্রী।
নজরবন্দি ব্যুরো: এবার প্রধানমন্ত্রীর প্রচার সভার খরচ নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন কমিশনের নিরপেক্ষ তদন্তের। এদিন পূর্ব মেদিনীপুরে দু’টি সভা করেন মোদী। হেড়িয়া ও নিতৌরির সভায় মোদীর সভার খরচ সম্বন্ধে কৈফিয়ত চান মুখ্যমন্ত্রী। প্রচারের খরচ হওয়া টাকার উৎস কি সেটাও জানতে চান মুখ্যমন্ত্রী।
গত শুক্রবারই বারাণসীতে মেগা রোড শো করে মনোনয়ন জমা দিয়েছেন মোদী। অত আড়ম্বরের খরচ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। প্রয়োজনে মোদীর মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়েছে।
এবারের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সভা করেছেন প্রধানমন্ত্রী। ব্রিগেডের সভায় ছিল অভিনবত্ব। জার্মান হ্যাঙার নিয়ে বসিয়ে সেখানে সভা হয়। যার খরচ প্রায় কয়ের লক্ষ টাকা। এই সভা ঘিরে সেই সময় শাসক বিরোধী তরজা শুরু হয়। প্রশ্ন ওঠে এত টাকা খরচ হচ্ছে কীভাবে। এবং টাকা আসছে বা কোথা থেকে? এদিন সেই একি প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।
এবারের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সভা করেছেন প্রধানমন্ত্রী। ব্রিগেডের সভায় ছিল অভিনবত্ব। জার্মান হ্যাঙার নিয়ে বসিয়ে সেখানে সভা হয়। যার খরচ প্রায় কয়ের লক্ষ টাকা। এই সভা ঘিরে সেই সময় শাসক বিরোধী তরজা শুরু হয়। প্রশ্ন ওঠে এত টাকা খরচ হচ্ছে কীভাবে। এবং টাকা আসছে বা কোথা থেকে? এদিন সেই একি প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।
কোন মন্তব্য নেই