Header Ads

দেশকে সামনে দেশের নাগরিককে বলা যায় গোলি মারো?

নজরবন্দি ব্যুরোঃ দেশকে সামনে রেখেই বিজেপির বিভেদের রাজনীতির নয়া সংযোজন 'গোলি মারো"৷রাজনৈতিক ভাবে বিরোধীদের এভাবে গোলি মারা যায় কী?প্রশ্নটা তোলা উচিৎ বাংলার রাজনীতি সচেতন সংবেদনশীল মানুষদের৷ গনতান্ত্রিক নীতি-রীতি মেনে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু মানুষ।যাদের হাতে সিএএ ও এনআরসি বিরোধী পোস্টার।ছন্দপতন তখনই,চমকে উঠলেন বোধহয় সারা বাংলার মানুষ৷এমন স্লোগান যে অতীতে কখনও কোনও রাজনৈতিক দল বাংলায় প্রতিদ্বন্দ্বীদের লক্ষ করে দেয়নি৷সিএএ,এনআরসি বিরোধী বিক্ষোভকারীদের লক্ষ করে আচমকাই দিল্লির কায়দায় দেশ কে গদ্দারোঁকে/গোলি মারো সালোঁকে' স্লোগান দিতে থাকেন বিজেপির কিছু কর্মী-সমর্থক৷হতবাক হওয়ার পালা বোধহয় তখনই শুরু৷ আশার হলেও সত্যি কলকাতার রাজপথে বিজেপির মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগানের বিরুদ্ধে গর্জে উঠেছেন বাম ও কংগ্রেস নেতৃত্ব৷বিতর্কিত স্লোগান নিয়ে আবারও তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি।গর্জে উঠেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷সুর চড়িয়েই তিনি বলেছেন এরা কারা?
দিল্লির মতো এখানে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। কোথায় পুলিশ? কোথায় প্রশাসন? বিরোধিতার সুর আবারও তীব্র করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও।সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক পেজে প্রদেশ কংগ্রেস সভাপতি ক্ষোভ উগরে দিয়েছেন৷তাঁর বক্তব্যে তীব্র শ্লেষ যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে,তেমনই ধর্মতলা চত্বরে যারা ‘গোলি মারোর’ স্লোগান দিল তাদেরও পুলিশ জামাই আদর করে শহিদ মিনারে পৌঁছে দেওয়ায় প্রশাসনের ভূমিকায় তিনি ক্ষুব্ধ৷৷আসলে বিরোধী কন্ঠকে স্তব্ধ করার অভিযোগ বারবার উঠেছে বিজেপির বিরুদ্ধে৷কখনও দেশের নাগরিক থেকে বিজেপি বিরোধী প্রথিতযশা মানুষদের পাকিস্থানে চলে যাওয়ার নিদান,কখনও দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়ার পর দিল্লির হিংসায় ওঠা স্লোগান বাংলায় বিজেপির কর্মীদের গলায় শুনে হতবাক আম -বাঙালি৷
একদল বিজেপি কর্মী সমর্থক যেভাবে স্লোগান দিলেন ‘দেশ কে গদ্দারোঁ কো / গোলি মারো সালোঁ কো৷ কেবল সিপিএম নেতা সুজন চক্রবর্তী কিংবা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র নন দিল্লির হিংসার সাথে প্রায় সমার্থক'দেশ কে গদ্দারোঁকে/গোলি মারো সালোঁ কো"চমকে উঠেছেন এই রাজ্যের সংবেদনশীল রাজনীতি সচেতন মানুষ৷সবারই প্রশ্ন সরকারের নীতির সমালোচনা করলেই,বিজেপির রাজনৈতিক আদর্শ-নীতির সমালোচনা করলে কি দেশদ্রোহী হন?কাউকে কি পাকিস্থানে পাঠানোর নিদান দেওয়া যায়?সর্বোপরি গণতান্ত্রিক দেশে কি আদৌ দেওয়া যায় স্লোগান 'দেশ কে গদ্দারোঁকো/ গোলি মারো সালোঁ কো"?বিজেপির বিভেদের রাজনীতির এই নয়া সংযোজনে নিশ্চিতভাবে বাংলার গনতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষরা গনতান্ত্রিক রীতিতে তাদের প্রতিবাদের স্বর আরও চড়াবেন৷
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.