Header Ads

কু-কথার রাজনীতির পাঁকে এবার মহম্মদ সেলিম, শোরগোল রাজনৈতিক মহলে।

নজরবন্দি ব্যুরোঃ বিরোধী দলনেতাদের নামের তালিকায় প্রথম সারিতেই থাকে মহম্মদ সেলিমের নাম। প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা সেলিমের রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী কে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য সমালোচনার কারণ হয়ে উঠেছে। বর্ধমানের একটি জনসভায় উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম। জনসভায় বক্তব্য রাখার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে দেশি কুকুর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে বিলিতি কুকুরের সাথে তুলনা করে বসেন। জনসভায় সেলিম বলেন, সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএ চেয়েছিলেন বলেন মমতা বন্দোপাধ্যায় তাদের বলেছিলেন 'ঘেউঘেউ' করবেন না।
 এমনি এক মন্তব্য নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী পদে থাকা কালিন সরকারি কর্মীদের বলেছিলেন 'ভউকতা হ্যায়'। তিনি বলেন 'ঘেউঘেউ' আর 'ভউকতা হ্যায়' যতটুকু পার্থক্য ঠিক ততটুকুই পার্থক্য মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে। আর এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনা। এমন একজন জনপ্রিয় নেতা যিনি সাংসদও ছিলেন তার মুখে এমন মন্তব্য বেমানান। রাজনীতির মঞ্চে প্রায় নেতা নেত্রীদের এই প্রকার কুরুচিকর মন্তব্য শালীনতা লংঘন করতে দেখা যায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.