Header Ads

পতৌদি স্মারক বক্তৃতা দেওয়ার জন্য বীরেন্দ্র সেহবাগকে ঠিক করল বোর্ড সভাপতি সৌরভ

নজরবন্দি ব্যুরোঃ আসছে বছর জানুয়ারির ১২ তারিখে মুম্বাইতে আয়োজিত হতে চলেছে ইন্ডিয়ান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদি স্মারক বক্তৃতা। প্রথম বছর প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার এই বক্তব্য রেখেছিলেন। এবারের এই বক্তব্য দেওয়ার কথা ছিল শচীন তেন্ডুলকরের। কিন্তু সেখানেই হল নয়া রদবদল। এবারের অনুষ্ঠানে যোগ না দিতে পারার কথা জানানোয় বক্তৃতা দেওয়ার জন্য উঠে এল দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগের নাম। বিসিসিআই আয়োজিত এবছর এই স্মারক বক্তৃতা ৭ম বর্ষে পা দিল।
আর এবছর সেহবাগের উপর আসতে চলেছে এই নয়া দায়িত্ব। এমনটাই স্পষ্ট করে জানিয়েছে বিসিসিআই। এবারের পতৌদি স্মারক বক্তৃতা দেওয়ার জন্য সেহবাগের নাম প্রকাশ্যে আনেন ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সামনের বছর জানুয়ারির ১৪ জানুয়ারি মুম্বাইতেই অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত। তাই ভেবে চিন্তেই বক্তৃতা দেওয়ার জন্য দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগকে ঠিক করা হয়েছে বলে সূত্রের খবর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.