Header Ads

কাশ্মীরে এনকাউন্টারে খতম এক জঙ্গি!

নজরবন্দি ব্যুরো: ফের গুলির লড়াই কাশ্মীরে। কাশ্মীরের রাজৌরির কালাকোটে বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম  ১ জঙ্গি। বৃহস্পতিবার রাতে এই এনকাউন্টারে ওই জঙ্গিকে মৃত্যু হয়।

সেনা সূত্রে খবর, এখন ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। এখনও চলছে তল্লাশি অভিযান। এর আগে বৃহস্পতিবারেই একটি পুলিশ পার্টিতে হামলা চালায় জঙ্গিরা, এতে এক স্থানীয় নাগরিক আহত হয়েছেন বলে খবর।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ভারতীয় সেনার হাতে নিকেশ হয় তিন জইশ জঙ্গি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। বুধবার সকালে জঙ্গি ও ভারতীয় বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। গুলির লড়াইয়ে ভারতীয় সেনার হাতে নিকেশ হয় তিন জইশ ই মহম্মদ জঙ্গি। কঙ্গন এলাকায় জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়েই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.