গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন হয়ে ওঠার পিছনে ছিল অনেক ঘটনা, আজ সেই সব ঘটনার এক টি
নজরবন্দি ব্যুরোঃ বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তী বলিউডের একটি জনপ্রিয় নাম। বর্তমানে তিনি দাদা নামে খ্যাত। কিন্তু এই সাফল্যের জন্য তাকে করতে হয়েছে প্রচুর স্ট্রাগল। মিঠুনের পাশাপাশি এইরকম স্ট্রাগল করতে হয়েছিল অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে। কিন্তু আজ তারা ৩ জনেই বলিউডের প্রথম সারির অভিনেতা।কলকাতা থেকে পুনেতে গিয়ে অভিনয় শিখেছিলেন মিঠুন চক্রবর্তী। চোখে শুধু ছিল অভিনেতা হওয়ার স্বপ্ন। কিন্তু একজন সাধারণ মানুষ থেকে অভিনেতা হওয়া কতটা কঠিন তা তিনি প্রতিটা পদক্ষেপে অনুভব করেছিলেন। গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন চক্রবর্তী হয়ে ওঠার প্রতিটা পর্যায়ে ছিল শুধুমাত্র স্ট্রাগেল।
একসময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্পর্ট বয়েরও কাজ করেছিলেন মিঠুন। অমিতাভ ও রেখার ব্যাগ বয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু এখন তিনি তাদের সহকর্মী।১৯৭৬ সালে মৃণাল সেনের ছবি ’মৃগয়া’তে অভিনয় করে মিঠুন জাতীয় পুরস্কার পান।এই সিনেমাই তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট।তবে এর পরেও তিনি বেশ কয়েকটি ছবিতে ছোট ছোট রোলে অভিনয় করেছেন।অমিতাভ রেখার ছবি ’দো অনজানে’তে মিঠুন ২ থেকে ৩ মিনিটের একটি ছোট একটা রোলে অভিনয় করেন।এই ফিল্মের শ্যুটিং চলাকালীনই তিনি আরও একটি কাজে’র অফার পান সেটি হলো স্পট বয়ের কাজ। অমিতাভ-রেখার স্পট বয় ছিলেন মিঠুন।
অমিতাভ ও রেখা যেখানেই যেতেন, মিঠুনকে সঙ্গে যেতে হত ব্যাগ বওয়ার জন্য। যদিও তিনি তো কোনো কাজকে ছোট ভাবে দেখতেন না সেই কারণে আজ তিনি সুপারস্টার মিঠুন চক্রবর্তী হয়ে উঠতে পেরেছেন।১৯৭৮ সালে তার ছবি ’মেরা রক্ষক’ আবারও সুপার হিট হয়।অভিনয়ের পাশাপাশি নাচে ও তার দারুণ দক্ষতা ছিল।ডিস্কো ডান্সার ছবিটি তাকে আরো খ্যাতিতে পৌঁছে দেয়।ডিস্কো ডান্সার ছবির জন্য তিনি রাশিয়াতেও বেশ জনপ্রিয় অভিনেতা।বহু কষ্ট করে একজন বাঙালি মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েছে বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী।
একসময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্পর্ট বয়েরও কাজ করেছিলেন মিঠুন। অমিতাভ ও রেখার ব্যাগ বয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু এখন তিনি তাদের সহকর্মী।১৯৭৬ সালে মৃণাল সেনের ছবি ’মৃগয়া’তে অভিনয় করে মিঠুন জাতীয় পুরস্কার পান।এই সিনেমাই তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট।তবে এর পরেও তিনি বেশ কয়েকটি ছবিতে ছোট ছোট রোলে অভিনয় করেছেন।অমিতাভ রেখার ছবি ’দো অনজানে’তে মিঠুন ২ থেকে ৩ মিনিটের একটি ছোট একটা রোলে অভিনয় করেন।এই ফিল্মের শ্যুটিং চলাকালীনই তিনি আরও একটি কাজে’র অফার পান সেটি হলো স্পট বয়ের কাজ। অমিতাভ-রেখার স্পট বয় ছিলেন মিঠুন।
অমিতাভ ও রেখা যেখানেই যেতেন, মিঠুনকে সঙ্গে যেতে হত ব্যাগ বওয়ার জন্য। যদিও তিনি তো কোনো কাজকে ছোট ভাবে দেখতেন না সেই কারণে আজ তিনি সুপারস্টার মিঠুন চক্রবর্তী হয়ে উঠতে পেরেছেন।১৯৭৮ সালে তার ছবি ’মেরা রক্ষক’ আবারও সুপার হিট হয়।অভিনয়ের পাশাপাশি নাচে ও তার দারুণ দক্ষতা ছিল।ডিস্কো ডান্সার ছবিটি তাকে আরো খ্যাতিতে পৌঁছে দেয়।ডিস্কো ডান্সার ছবির জন্য তিনি রাশিয়াতেও বেশ জনপ্রিয় অভিনেতা।বহু কষ্ট করে একজন বাঙালি মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েছে বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী।
কোন মন্তব্য নেই