Header Ads

রাজ্যের শিক্ষায় শুধু টাকার খেলা; বিস্ফোরক দিলীপ ঘোষ

নজরবন্দি ব্যুরো: আগাগোড়া রাজ্য সরকারকে সমালোচনা করে থাকেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু এবার তিনি সরকারকে সরাসরি আক্রমণ করলেন। যা বর্তমান সময়ে খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। রাজ্যে টাকার খেলা চলছে সব জায়গায়। সরকারি টাকার লুঠ হচ্ছে। এদিন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে এভাবেই তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, "শিক্ষা দফতর টালমাটাল করছে। এখনও অনেক কাজ শুরু হয়নি। ৪০৩৪টি স্কুলের পরিকাঠামো উন্নয়নর জন্য ৪০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। কেন্দ্রের কাছে টাকা ফেরৎ চলে যাচ্ছে। ৫৬০০ স্কুলে অনুমোদন দেওয়া সত্ত্বেও অনেক স্কুলে কম্পিউটার চালু হয়নি।"

এর পরে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকাদের অভাব নিয়েও রাজ্যকে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি। বলেন, "প্রাথমিকে অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা আছেন। সেকেন্ডারি স্কুলে ৬,৬৭০  জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ ছাড়াই এখনও কাজ করছেন। সেকেন্ডারি স্কুলে ড্রপ আউট ২২ শতাংশ। যেখানে শিক্ষক দরকার, সেখানে নেই। অনেক স্কুল খালি পড়ে আছে।" 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.