স্বস্তির খবর, সুস্থ রাজ্যের তিন করোনা আক্রান্ত
নজরবন্দি ব্যুরো: গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে গোটা দেশে, এক লাফে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেল প্রায় ৮০০। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৭৭৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫১৯৪। তবে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন।
অপরদিকে উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়েও। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। মোট মৃতের সংখ্যা ১৪৯। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। এখানেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে এই রাজ্যে। যদিও এই আতঙ্কের মধ্যে ভাল খবর হল, করোনা মুক্ত হয়ে ছুটি পেতে চলেছেন এই রাজ্যের দ্বিতীয় আক্রান্তের মা।
জানা গিয়েছে, এবার করোনামুক্ত হলেন রাজ্যের দ্বিতীয় আক্রান্তের মা। এর পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন আরও দুই আক্রান্ত। আজ তাঁদের কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। এনিয়ে রাজ্যে মোট আটজন করোনা আক্রান্ত সুস্থ হলেন। কিছু দিন আগে বালিগঞ্জের এক যুবক করোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি-তে ভরতি ছিলেন। তিনিই ছিলেন রাজ্যে করোনায় দ্বিতীয় আক্রান্ত ব্যক্তি।
এর পরে তাঁর মা-বাবার শরীরেও মিলেছিল করোনার হদিস। পরবর্তীকালে ওই যুবক ও তাঁর বাবা সুস্থ হয়ে ওঠেন। রিপোর্টে করোনা নেগেটিভ হওয়ায় হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু ওই যুবকের মা ভরতি ছিলেন বেলেঘাটাতে। এবার তিনিও সুস্থ হয়ে উঠেছেন। তাঁর রিপোর্টেও করোনা নেগেটিভ এসেছে। তাই আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। বেলেঘাটা হাসপাতালের আরও দুই করোনা আক্রান্ত মহিলার রিপোর্টেও করোনা নেগেটিভ পাওয়া গেছে। তাঁদেরও আজ ছুটি দেওয়ার সম্ভাবনা আছে। ওই দুই মহিলার মধ্যে একজন হাওড়ার ও অন্যজন পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা বলে হসপিটাল সূত্রে খবর।
অপরদিকে উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়েও। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। মোট মৃতের সংখ্যা ১৪৯। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। এখানেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে এই রাজ্যে। যদিও এই আতঙ্কের মধ্যে ভাল খবর হল, করোনা মুক্ত হয়ে ছুটি পেতে চলেছেন এই রাজ্যের দ্বিতীয় আক্রান্তের মা।
জানা গিয়েছে, এবার করোনামুক্ত হলেন রাজ্যের দ্বিতীয় আক্রান্তের মা। এর পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন আরও দুই আক্রান্ত। আজ তাঁদের কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। এনিয়ে রাজ্যে মোট আটজন করোনা আক্রান্ত সুস্থ হলেন। কিছু দিন আগে বালিগঞ্জের এক যুবক করোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি-তে ভরতি ছিলেন। তিনিই ছিলেন রাজ্যে করোনায় দ্বিতীয় আক্রান্ত ব্যক্তি।

No comments