Header Ads

করোনার বিরুদ্ধে সাহায্যের হাত বাড়ালেন প্রাক্তন ক্রিকেটার গাভাস্কার।

নজরবন্দি ব্যুরো: গোটা দেশজুড়ে করোনার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আর এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নামছে সবাই শচীন টেন্ডুলকার থেকে বিরাট কোহলি এবার এই লড়াইয়ে শামিল হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল মনোহর গাভাস্কার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। প্রধানমন্ত্রীরও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পান্ডে অনুদান দিলেন তিনি। গাভাস্কার প্রধানমন্ত্রীকে আর ফান্ডে ৩৫ লক্ষ আর মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ২৪ লক্ষ টাকা দিয়েছেন। এই অনুদানের কথা প্রকাশ্যে আনেননি গাভাসকার।
 প্রাক্তন ত্রিকেটার অমল মজুমদার এই খবরটি টুইট করে জানান। চেতেশ্বর পুজারাও এগিয়ে দিয়েছেন সাহায্যের হাত এবং প্রত্যেকের কাছে একটি বার্তা দিয়েছেন যে প্রত্যেকটা কন্ট্রিবিউশনই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সেইসব মানুষকে যারা সামনে থেকে লড়াই করছে, চিকিৎসক-পুলিশ নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রেতা আরো প্রচুর মানুষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.