শিক্ষক নিয়োগ নিয়ে এখন ভাবা হচ্ছে না, মানুষকে বাঁচানোর দিকে নজর রয়েছে: শিক্ষামন্ত্রী
নজরবন্দি ব্যুরো: গোটা দেশ করোনা ভাইরাস নিয়ে বেশ আতঙ্কিত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই আতঙ্কের ছবি ধরা পড়েছে পশ্চিমবঙ্গে। যদিও কড়া হাতে করোনা পরিস্থিতি সামাল দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরনির্বাচনের কথা মাথায় রেখে নিয়োগ নিয়ে বেশকিছু উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু করোনা আতঙ্ক সরকারের সব পরিকল্পনাতে জল ঢেলে দেয়। এমনকি কিছু নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরুর কথাও ভাবছিল রাজ্য সরকার।
কিন্তু, বর্তমানে নিয়োগ নিয়ে কোনও ভাবনাচিন্তাই নেই শিক্ষা দফতর বা রাজ্য সরকারের। এখন যে পরিস্থিতি চলছে তাতে মানুষকে সুস্থ রাখাটাই একমাত্র লক্ষ্য। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। লকডাউনের কারণে থমকে গেছে বহু নিয়োগ প্রক্রিয়া। এর মধ্যে রয়েছে শিক্ষক নিয়োগও। করোনা আতঙ্ক তৈরি হবার আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, কলকাতা পৌরনিগমের নির্বাচনের পর টেট পরীক্ষা হবে। এদিকে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে মামলা চলছে আদালতে। ওই মামলার শুনানি ছিল। আর কয়েকটি শুনানি হলে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু, করোনা পরিস্থিতিতে থমকে যায় কলকাতা পৌরনিগমের ভোট, বন্ধ হয়ে যায় হাইকোর্ট। ফলে, দু-টি ক্ষেত্রেই থমকে যায় প্রক্রিয়া।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ প্রসঙ্গে বলেন, "এখন নিয়োগ নিয়ে ভাবছে না সরকার। যখন ভাববার সময় আসবে তখন দেখা হবে।" এর পরে তিনি আরও বলেন, " এই সময় নিয়োগ নিয়ে কি করে ভাবব ? লোক বাঁচবে কিনা সেটা কেউ জানে না। যাকে নিয়োগ করা হবে সে বেঁচে থাকবে কি না জানি না।" মূলত, করোনার প্রকোপ থেকে মানুষকে বাঁচানোর প্রতিই এখন নজর রয়েছে বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী।
পুরনির্বাচনের কথা মাথায় রেখে নিয়োগ নিয়ে বেশকিছু উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু করোনা আতঙ্ক সরকারের সব পরিকল্পনাতে জল ঢেলে দেয়। এমনকি কিছু নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরুর কথাও ভাবছিল রাজ্য সরকার।
কিন্তু, বর্তমানে নিয়োগ নিয়ে কোনও ভাবনাচিন্তাই নেই শিক্ষা দফতর বা রাজ্য সরকারের। এখন যে পরিস্থিতি চলছে তাতে মানুষকে সুস্থ রাখাটাই একমাত্র লক্ষ্য। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। লকডাউনের কারণে থমকে গেছে বহু নিয়োগ প্রক্রিয়া। এর মধ্যে রয়েছে শিক্ষক নিয়োগও। করোনা আতঙ্ক তৈরি হবার আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, কলকাতা পৌরনিগমের নির্বাচনের পর টেট পরীক্ষা হবে। এদিকে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে মামলা চলছে আদালতে। ওই মামলার শুনানি ছিল। আর কয়েকটি শুনানি হলে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু, করোনা পরিস্থিতিতে থমকে যায় কলকাতা পৌরনিগমের ভোট, বন্ধ হয়ে যায় হাইকোর্ট। ফলে, দু-টি ক্ষেত্রেই থমকে যায় প্রক্রিয়া।

No comments