Header Ads

প্রসূতি ও সদ্যোজাতদের জন্য নতুন পরিষেবা চালু করলেন সাংসদ মিমি চক্রবর্তী।

নাজিরবন্দি ব্যুরো: এক অভিনব প্রয়াস নিয়ে নিজের এলাকার চিকিৎসা পরিষেবায় উন্নতি আনতে ফের পদক্ষেপ সাংসদ মিমি চক্রবর্তীর। এবার প্রসূতি ও সদ্যোজাতদের চিকিৎসা পরিষেবা পেতে যাতে অসুবিধা না হয় তার ব্যবস্থা করলেন। করোনা ভাইরাসের জন্য রাজ্যজুড়ে লকডাউন চলছে। এই সময় এমার্জেন্সি কেসে গাড়ি পাওয়া খুব চাপের। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে প্রসূতি ও সদ্যোজাতদের নিয়ে হাসপাতালে যাওয়া-আসায় অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তাই জন্যই শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির ব্যবস্থা করলেন মিমি চক্রবর্তী। এর মধ্যে তিনি পড়ানোর জন্য রাজ্য ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা ও ব্যক্তিগত এক লক্ষ টাকা অনুদান করেন। এছাড়া এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে একটি টিম তৈরি করেছেন তিনি- তারা এলাকার দুস্থদের রেশন বিলি,পথের কুকুরদের খাওয়ানো, হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন পাঠালে বাড়িতে ঔষধ পৌঁছে দিচ্ছে সেই টিম। প্রসূতি ও সদ্যোজাতদের নিয়ে যে ব্যবস্থা করা হয়েছে তার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গতকাল বিশ্ব স্বাস্থ্য দিবস ছিল সেই দিন থেকেই এই পরিষেবা শুরু হয়েছে। এছাড়া মিমি চক্রবর্তীর নিজে আর্জি জানিয়েছেন নিজের এলাকার মানুষদের সোনারপুর সুভাষ গ্রামে সোনারপুর গ্রামীণ হাসপাতাল এর সঙ্গে যোগাযোগ রাখতে। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে এই গাড়ি পৌঁছে যাবে বাড়ির সামনে। গড়িয়া, পাটুলি, সোনারপুর, নরেন্দ্রপুর এই এলাকায় যারা থাকেন ওষুধের জন্য ৮৯৬৭৪৬৬৪৫৫ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এ প্রেস্ক্রিপশন পাঠালে টিম বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেবে ওষুধ। এছাড়া যাদবপুর এলাকায় কোন ব্যক্তির বাইক থাকলে সেও এই উদ্যোগে শামিল হতে পারবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.