Header Ads

এবার থেকে মালদা মেডিকেলে চালু হচ্ছে করোনা পরীক্ষা!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশের মতন রাজ্যেও বাড়ছে করোনা আতঙ্ক। যদিও এই আতঙ্কের মধ্যে স্বস্তির খবর, সুস্থ হয়ে আজ বাড়িতে ফিরছেন তিন করোনা আক্রান্ত। এনিয়ে রাজ্যে মোট আটজন করোনা আক্রান্ত সুস্থ হলেন।
রাজ্যে করোনা মোকাবিলার জন্য আগেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হতে চলেছে করোনা পরীক্ষার ব্যবস্থা।
আজ থেকে সেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার। এই প্রসঙ্গে মালদা মেডিকেলের অধ্যক্ষ জানিয়েছেন, আজ থেকে কোনওভাবে সম্ভব না হলেও আগামীকাল থেকে এই পরীক্ষা শুরু করা হবে। এতে এই জেলার বাসিন্দারা অনেকটাই উপকৃত হবেন। এর আগে একমাত্র শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেই করোনা পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
মালদা মেডিকেলে সেই ব্যবস্থা চালু করার দাবি তুলে ছিলেন স্থানীয় লোকজন। বেশ কয়েকদিন আগেই হাসপাতালে করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়। কিন্তু কিটের অভাবে চালু করা যাচ্ছিল না। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে ১০০ টি কিট এসে পৌঁছেছে। আর এবার থেকে এখানে মূলত মালদা ও দুই দিনাজপুর জেলার সন্দেহজনক রোগীদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে। একদিনের মধ্যে পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.