Header Ads

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জন প্রাইন

নজরবন্দি ব্যুরোঃ করোনার আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মার্কিন লোকশিল্পী জন প্রাইন। বিশ্বখ্যাত বব ডিলানের প্রিয় মানুষ ছিলেন তিনি। বব ডিলানের একাধিক প্রকাশ করেছেন যে জন প্রাইম তার প্রিয় গীতিকার।জন প্রাইম মাত্র ৭৩ বছর বয়সে করো না আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন। তার মৃত্যুকে কেন্দ্র করে মার্কিন সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে পড়েছে।বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন জন প্রাইম। মার্চের শেষের দিকে তার শরীরে করোনা ভাইরাস এর উপসর্গ দেখা দেয়। ৩ এপ্রিল তার স্ত্রী ফিয়োনা সোশ্যাল মিডিয়া জানায় সেই খবর এবং পাশাপাশি এটাও জানান যে প্রায়ই এই মুহূর্তে আইসোলেশন রয়েছেন। আক্রান্ত হওয়ার পর সেই দিনটি ছিল অষ্টম দিন। তার দুই ফুসফুস নিউমোনিয়া আক্রান্ত হন।
 ৭ অক্টোবর মঙ্গলবার তার মৃত্যু হয়।১৯৪৬ সালের ১০ অক্টোবর জন প্রাইন জন্মগ্রহণ করেন। ছোট থেকেই গানের প্রতি তার ভালোবাসা। ছয় দশকের শেষের দিকে শিকাগোর একটি অনুষ্ঠানে যুক্ত হন তিনি।সেখান থেকে কান্ত্রি স্টার ক্রিস ক্রিসফারসন তার প্রতিভা আবিষ্কার করেন। তারপরেই সঙ্গীত জগতে তাঁর যাত্রা শুরু।১৯৭১ সালে তিনি তাঁর ডেবিউ অ্যালবাম মুক্তি পায়।সেই অ্যালবামটি প্রচুর জনপ্রিয়তা লাভ করে।তার গানে বারবার উঠে এসেছে প্রতিবাদের কথা। গ্র্যামি পুরস্কার জয়ী হন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.