Header Ads

এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে করোনার থাবা, মুম্বাই সহ গোটা দেশ আতঙ্কিত

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত ক্ষতিগ্রস্থ গোটা বিশ্ব। দেশের মধ্যে করোনায় সব থেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০১৮। মৃত্যু হয়েছে ৬২ জনের। ২৪ ঘন্টার মধ্যে আক্রান্ত হয়েছেন ১০০ জন। তার মধ্যে থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ মুম্বাই শহর এবং দ্বিতীয় স্থানে আছে পুনে। মহারাষ্ট্র রাজ্যে করোনা সংক্রমনের সন্দেহে মোট ১৭৫৬৩ মানুষের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। পুনে শহরে সংক্রমনে মৃত্যু হয়েছে আরও ২ জন ব্যক্তির। ফলে পুনেতে মৃতের সংখ্য্যা বেড়ে হয়েছে ১০। বাণিজ্যনগর মুম্বাই সংক্রমনের আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে।
আক্রান্ত হয়েছে ৬০০-র বেশি। মৃত্যু হয়েছে ৩৪ জনের। মুম্বাইতে অবস্থিত এশিয়ার সব থেকে বড় বস্তি ধারাভি। সেখানে বসবাস করে প্রায় ১০ লক্ষ মানুষ। ধীরে ধীরে ধারাভিতেও হানা দিয়েছে করোনা । এখনো পর্যন্ত সেখানে ৭ জন সংক্রমিতের খবর সামনে এসেছে। ধারাভি বস্তিতে লক্ষাধিক মানুষের বসবাস হয়ার কারণে খুব দ্রুত সংক্রমণ ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। বারতে পারে গোষ্টি সংক্রমণ। ৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই বস্তি অবস্থিত। গোটা এলাকাকে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। বিজ্ঞানীদের মতে, এর জেরে শুধু মুম্বাই শহর নয়, গোটা দেশের পরিস্থিতি আরও আশঙ্কা জনক হতে চলেছে। সূত্রের খবর, দেশে মোট করোনা আক্রান্তের প্রায় ৩০ শতাংশ মানুষই তাবলিগ-ই জামাতের সদস্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.