বড় উদ্যোগ; রোজ ৪০ হাজার মানুষকে খাওয়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। আর এই ভাইরাসের সংক্রমণ আটকানোর জন্য ইতিমধ্যে লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু চিন্তার বিষয় হল, এই লকডাউনের মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এক লাফে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেল প্রায় ৮০০।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৭৭৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫১৯৪। তবে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন। অপরদিকে উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়েও। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। মোট মৃতের সংখ্যা ১৪৯।
লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন দুস্থ মানুষজন। খাদ্যসংকটের জেরে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। এবার দুস্থদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৪০ হাজার মানুষের খাবার দায়িত্ব নিলেন তিনি। মঙ্গলবার ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘোষণা করে তিনি। জানান কল্পতরু নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে তার সংসদীয় এলাকার মানুষদের জন্য।
যেখানে মূলত কমিউনিটি কিচেন পরিষেবা চালু করা হবে আগামী ১২ এপ্রিল থেকে। লকডাউন উঠুক বা না উঠুক, ২৩ এপ্রিল পর্যন্ত এই কমিউনিটি কিচেনের মাধ্যমে মোট সাতটি বিধানসভা কেন্দ্রের ৪০ হাজার মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে। মোট ২১টি কমিউনিটি কিচেন তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে রান্না করা খাবার পৌঁছে যাবে মানুষের বাড়িতে। কাদের হাতে কীভাবে এই খাবার পৌঁছবে তাও জানিয়ে দিয়েছেন অভিষেক। ০৩৩৪০৮৭৬২৬২ এই নম্বরে ফোন করে আগামী ৯ এপ্রিল সকাল ৯টা থেকে রেজিস্ট্রেশন করতে হবে। টানা ৩ দিন চলবে এই রেজিস্ট্রেশন পর্ব।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৭৭৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫১৯৪। তবে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন। অপরদিকে উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়েও। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। মোট মৃতের সংখ্যা ১৪৯।
লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন দুস্থ মানুষজন। খাদ্যসংকটের জেরে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। এবার দুস্থদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৪০ হাজার মানুষের খাবার দায়িত্ব নিলেন তিনি। মঙ্গলবার ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘোষণা করে তিনি। জানান কল্পতরু নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে তার সংসদীয় এলাকার মানুষদের জন্য।

No comments