Header Ads

আত্মপ্রচারে বিমুখ আমির খান, নিঃশব্দে দিয়ে গেছেন অনুদান!

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা সবাই প্রায় ঘরবন্দি। এই লকডাউনে ঘরবন্দি টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ কি করবেন জেনে নিন। এরকম দুঃসময়ে দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছে বলিউডের প্রায় অধিকাংশ সেলিব্রিটিরা। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অথবা নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করছেন বলিউড তারকারা।কিন্তু এই রকম পরিস্থিতিতে আমির খান চুপ কেন? যে কোন সামাজিক ইস্যুতে তিনি মুখ খোলেন। কিন্তু এইবার তিনি চুপ কেন? এইরকম অনেক সমালোচনার মুখে পড়তে হলে এবার আমির খানকে।তবে করোনা মোকাবিলা একাধিক ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন আমির খান।নিঃশব্দে তিনি একাধিক সাহায্য করে গেছে।নিজের ছবি প্রচারে মিস্টার পারফেকশনিস্টের অভিনবত্ব থাকলেও আত্মপ্রকাশে আমির খান নিঃশব্দে করতে পছন্দ করেন।আমির খান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকুর ত্রাণ তহবিলে, একাধিক সংস্থার অনুদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।পাশাপাশি পরবর্তী ছবি লাল সিং চাড্ডার প্রোডাকশনে কর্মচারীদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন আমির খান। এতকিছু তিনি করেছেন এক্কেবারে নিঃশব্দে কাউকে টের টুকু পেতে দেননি।তবে তার পরেও তার সম্পর্কে এসব কথা শুনে তিনি চুপ থাকলেও চুপ থাকেননি বিশিষ্ট সিনে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।টুইট করে জানান কি কি সাহায্য করেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান।আত্মপ্রচারের নারাজ আমির খান চুপি চুপি এই সমস্ত সাহায্য করে গেছেন।সাথে সাথেই নেটসেভিরা প্রশংসা ঝড় বইয়ে দেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.