Header Ads

আবার ধাক্কা! এবার সেভিংস একাউন্টে সুদের হার কমানোর ঘোষণা করল SBI

নজরবন্দি ব্যুরোঃ SBI-এর সেভিংস একাউন্ট হল্ডারদের জন্য বড় ধাক্কা। মহামারীর জেরে গোটা বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই খারাপ পরিস্থিতির মধ্যেই SBI-এর ৪৪ কোটি গ্রাহকদের জন্য বড় ধাক্কা। মঙ্গলবার সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক সেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ০.২৫ শতাংশ কমিয়ে ২.৭৫ শতাংশ করার ঘোষণা করেছে ব্যাঙ্ক। ফলে গ্রাহকরা ৩ শতাংশের জায়গায় পাবে ২.৭৫ শতাংশ সুদ। ১৫ এপ্রিল থেকে নতুন রেট কার্যকর হবে বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে। অন্যদিকে ১০ এপ্রিল থেকেই সমস্ত লোনে MCLR শতাংশ কমানোর ঘোষণা করেছে সেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। MCLR কমানো হল ০.৩৫ শতাংশ সুদ। ফলে এক বছরের লোনে সুদের হার ৭.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৪০ শতাংশ করা ঘোষণা করছে ব্যাঙ্ক। SBI-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, MCLR-এর সঙ্গে লিঙ্কড ৩০ বছর সময়সীমার হোম লোনের EMI প্রতি লাখে ২৪ টাকা কমে যাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.