Header Ads

স্কুল-কলেজ,ধর্মস্থান ও সপিং মল থেকে উঠবে না লকডাউন, পরামর্শ মন্ত্রী সভার

নজরবন্দি ব্যুরোঃ আশঙ্কা ক্রমেই বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের নতুন তথ্যে তা আরও বাড়ল। জানাল, কোয়ারেন্টাইন না মানলে একজন রোগীর থেকে প্রায় ৪০৬ জনের শরীরে করোনা সংক্রমণ ঘটতে পারে। আইসিএমআর-র সাম্প্রতিক সমীক্ষা উঠে এসেছে এই তথ্য।আর সেকথা মাথায় রেখেই স্কুল-কলেজ এবং ধর্মস্থানগুলির লকডাউন এখনই তুলে দেওয়া ঠিক হবে না।
 স্বাভাবিকভাবে চলতে দেওয়া যাবে না শপিং মলগুলিও। ১৪ এপ্রিলের পরও সব ধরণের জমায়েত বন্ধ রাখতে হবে।এমনি পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রিসভাকে দিলো মন্ত্রী গোষ্ঠী।

দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর, নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি ও রামবিলাস পাসওয়ান-সহ অন্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। তাঁরা লকডাউনের পর দেশের পরিস্থিতি কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কিন্তু দীর্ঘ আলোচনার পরও সার্বিকভাবে লকডাউন তুলে নেওয়া বা সময়সীমা বাড়িয়ে দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি মন্ত্রী গোষ্ঠী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.