রাজ্যের জন্য স্বস্তির খবর; আরও ৪৩ জন স্বাস্থ্য কর্মীর রিপোর্ট নেগেটিভ
নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্কের মধ্যে রাজ্যের জন্য ভাল খবর। সুস্থ হয়ে আজ বাড়িতে ফিরছেন তিন করোনা আক্রান্ত। এনিয়ে রাজ্যে মোট আটজন করোনা আক্রান্ত সুস্থ হলেন।
এর পাশাপাশি, এনআরএস হাসপাতালের চিকিত্সক, নার্স এবং স্বাস্থ্যকর্মী-সহ আরও ৪৩ জনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এল। মঙ্গলবার আরও ৩০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছিল। হাসপাতাল সূত্রে খবর, যে ৭৯ জনকে গৃহ পর্যবেক্ষণে পাঠানো হয়েছিল তাঁদের মধ্যে ৭৩ জনেরই সংক্রমণ হয়নি। বাকি ৬ জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এনআরএস হসপিটালে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর আতঙ্ক ছড়ায়। স্বাস্থ্য দফতরের নির্দেশে চিকিত্সক, নার্স এবং স্বাস্থ্যকর্মী-সহ ৭৯ জনকে গৃহ পর্যবেক্ষণে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ৭৩ জনের রিপোর্ট নেগেটিভ এলেও তাঁদের গৃহ পর্যবেক্ষণেই থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তাঁরা পুরোপুরি বিপদমুক্ত কি না তা নিশ্চিত হতে দ্বিতীয় বার পরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে। তবে এবার নিশ্চিত হওয়া গিয়েছে যে ৭৩ জনের সংক্রমণ হয় নি।
এর পাশাপাশি, এনআরএস হাসপাতালের চিকিত্সক, নার্স এবং স্বাস্থ্যকর্মী-সহ আরও ৪৩ জনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এল। মঙ্গলবার আরও ৩০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছিল। হাসপাতাল সূত্রে খবর, যে ৭৯ জনকে গৃহ পর্যবেক্ষণে পাঠানো হয়েছিল তাঁদের মধ্যে ৭৩ জনেরই সংক্রমণ হয়নি। বাকি ৬ জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

No comments