করোনা পরিস্থিতিতে ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য দফতর
নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্ব করোনায় তস্ত্র। ভারতেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস করোনা। পশ্চিমবঙ্গের আমলার ইংল্যান্ড ফেরত ছেলের করোনায় আক্রান্ত হওয়ার খবর চাউর হতেই রাজ্যে অর্নার আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। সেই পরিস্থিতিতে রাজ্যে করোনার মোকাবিলায় নবান্নে বিশেষ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জরুরী ভিত্তিতে একটি বৈঠক সারলেন। এই বৈঠকে করনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় রাজ্যের স্বাস্থ্য দফতর। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলি হল ১. যেখানে যেখানে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে ছয় চিকিৎসকের একটি বিশেষ টিম রাখতে হবে। সেই টিমে থাকবেন মেডিসিন বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, মাইক্রোবায়োলজিস্ট, ফুসফুস বিশেষজ্ঞ, ইএনটি ও কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ।
২. আইসোলেশন ওয়ার্ডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করতে হবে। করোনা আক্রান্তদের জন্য আলাদা সিসিইউ-এর ব্যবস্থা করা হবে। ৩. করনা আক্রান্ত যাদেরকে ভর্তি করা হবে তাদের জন্য ফাঁকা কোন ভবনে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হবে। ৪. রাজ্যে নতুন করে তিনটি করোনা পরীক্ষা কেন্দ্র তৈরি করা হচ্ছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ ও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পড়না পরীক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে। ৫. উদ্ভূত পরিস্থিতিতে ফিভার ক্লিনিক তৈরি করা হচ্ছে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে। ৬. এই পরিস্থিতিতে চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হবে।
২. আইসোলেশন ওয়ার্ডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করতে হবে। করোনা আক্রান্তদের জন্য আলাদা সিসিইউ-এর ব্যবস্থা করা হবে। ৩. করনা আক্রান্ত যাদেরকে ভর্তি করা হবে তাদের জন্য ফাঁকা কোন ভবনে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হবে। ৪. রাজ্যে নতুন করে তিনটি করোনা পরীক্ষা কেন্দ্র তৈরি করা হচ্ছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ ও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পড়না পরীক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে। ৫. উদ্ভূত পরিস্থিতিতে ফিভার ক্লিনিক তৈরি করা হচ্ছে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে। ৬. এই পরিস্থিতিতে চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হবে।

No comments