Header Ads

দু বছরের সম্পর্কের ইতি, দূরত্বের কারণে কি বিচ্ছেদ হচ্ছে রণবীর-আলিয়ার?

নজরবন্দি ব্যুরোঃ দু'বছরের মধ্যেই কি তাহলে ইতি টানতে চলেছে রণবীর-আলিয়ার সম্পর্ক। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বলি পাড়ায়। অবশেষে রণবীরেরআবারো বিচ্ছেদ। কিন্তু এবার আলিয়া। রণবীর আবারো হতে চলেছেন সিঙ্গেল।তাদের এই বিচ্ছেদের ব্যাপার নিয়ে বেশ শোরগোল দেখা দিয়েছে।অবাক হচ্ছেন? জেনে নিন পুরো ঘটনা, সম্প্রতি নিজের জন্মদিন পালন করলেন আলিয়া ভাট।করোনার জেরে জন্মদিন পালন হল বাড়িতেই।সাতাশে পা রাখলেন আলিয়া। কিন্তু এর জন্মদিনের কেক কাটার সময় দেখা গেল শুধু তার দুই দিদিকে। পাত্তা পাওয়া গেল না তার বয়ফ্রেন্ড রণবীরের।
শুধু তাই নয় জন্মদিনের শুভেচ্ছা টুকু ও রণবীর করেননি।গোপন সূত্রে খবর তাদের এই সম্পর্ক বিচ্ছেদের মূল কারণ রণবীরের ব্যবহার। আলিয়া থেকে বর্তমানে অনেকটা দূরে সরে গেছেন রণবীর। জন্মদিনে না আসা, যোগাযোগ কম রাখা। এই সব কারণেই তাদের সম্পর্ক ভেঙে জ যাচ্ছে। অন্যদিকে বলি পাড়ায় পা রেখেই সোনাম কাপুর, দীপিকা পাডুকোন ক্যাটরিনা, নার্গিস, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান একের পর এক অভিনেত্রীর সাথে সম্পর্কে জড়ানোর রাণবীর। তাহলে কি এবার তাদের খাতায় নাম লেখাছেন আলিয়া?তবে রণবীর-আলিয়া কেউই তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.