Header Ads

বৈঠকে এনআরসি নিয়ে আলোচনা হয়নি: মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: এনআরসি-সিএএ নিয়ে বিতর্কের আবহাওয়ায়ে অমিত শাহ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছিল বেশ কয়েক দিন ধরে।

এনআরসি-সিএএ নিয়ে কোনও কথা হয়নি। ভুবনেশ্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, এদিনের বৈঠকের অ্যাজেন্ডা অনুযায়ী সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আলোচনার কোনও বিষয় ছিলই না। শুক্রবার, ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাও। এক পাশে নীতিশ কুমার ও এক পাশে নবীন পট্টনায়েককে নিয়ে বসেন অমিত শাহ।
এমনকি আলোচনা হয়নি দিল্লির হিংসা নিয়েও। তবে, মুখ্যমন্ত্রী জানান তাঁর বক্তব্যের শুরুতে তিনি দিল্লির নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত শান্তি ফেরানোর আর্জি জানান। বৈঠকে উত্তর-পূর্ব ভারতের কয়লা সেস ও বাণিজ্য পরিবহনের বিষয়ে আলোচনা হয় বলে জানান নেত্রী। এর পাশাপাশি তিনি বলেন, এই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কোনও কথা হয়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.